নেতাকর্মীদের সুসংগঠিত করতে হবে : রাঙ্গা
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা বলেছেন, দলীয় নেতাকর্মীদের সুসংগঠিত করতে হবে, তারপর আন্দোলন। ছিটকে পড়লে বিএনপি-জামায়াতের খোঁজ থাকবে না। সরকারের সঙ্গে থাকলেও খারাপ কাজের সমালোচনা আগেও করেছি, এখনো করছি।
শনিবার দুপুরে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, যে সরকার এইচএম এরশাদকে স্বৈরশাসক বলে ছিল, সেই সরকারই আজ তার গাড়িতে পতাকা দিয়েছে। ওয়ান ইলেভেনে আমাদের নেতাকর্মীরা ব্যাপক অত্যাচার-নির্যাতন সহ্য করেছে। ক্ষমতার বাইরে থাকলে হামলা-মামলা ও নির্যাতনের শিকার হতে হতো, যা সহ্য করার শক্তি আমাদের নেই।
জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন, এইচএম এরশাদের প্রেস সচিব জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শুনীল শুভ রায়, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান স ম সালাউদ্দিন, অ্যাড. আব্দুর রউফ, কেন্দ্রীয় নেতা মাতুলব হোসেন লিয়ন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু প্রমুখ।
পরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এইচএম এরশাদের প্রেস সচিব শুনীল শুভ রায় জেলা জাতীয় পার্টির আংশিক কমিটিতে শেখ আজহার হোসেনকে সভাপতি ও আশরাফুজ্জামান আশুকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।
আকরামুল ইসলাম/এআরএ/এবিএস