ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিশ্বকবির জন্মবার্ষিকী : শিলাইদহে ৩ দিনের অনুষ্ঠানমালা শুরু

প্রকাশিত: ০৭:০০ এএম, ০৮ মে ২০১৬

আজ (রোববার) ২৫ বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১০টায় কুঠিবাড়ির মূলমঞ্চে জাতীয় সঙ্গীত ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে এ অনুষ্ঠানমালার উদ্বোধন ঘোষণা করা হয়।

পরে সেখানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক আলতাফ হোসেন, কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন।

Rabindrnath

এছাড়াও রবীন্দ্রনাথের জীবন-কর্ম ও বিশ্বকবির প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক লেখক গবেষক ড. মাসুদ রহমান। স্বাগত বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার।

আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠান উপভোগ করতে এলাকার রবীন্দ্রপ্রেমীরা কুঠিবাড়িতে জড়ো হয়েছেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ।

Rabindrnath

প্রসঙ্গত, কুষ্টিয়ার শিলাইদহে কবির জীবনের বেশকিছু মূল্যবান সময় কেটেছে। নিরিবিলি পরিবেশ, জমিদারি আর ব্যবসার কারণে বারবার এই কুঠিবাড়িতে ফিরে আসতেন রবিঠাকুর। এখানে বসেই তিনি অসংখ্য কালজয়ী সাহিত্য রচনা করেছেন।

আল-মামুন সাগর/বিএ/এমএস

আরও পড়ুন