ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নরসিংদীতে ডাকাতের গুলিতে নিহত ১

প্রকাশিত: ০৪:৪৮ এএম, ২৪ ডিসেম্বর ২০১৪

নরসিংদীতে ডাকাতের গুলিতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ছাড়া তার বাবাসহ আরও চারজন গুলিবিদ্ধ হয়েছেন। পৌর এলাকার উত্তর সাটিরপাড়ায় ফজলু মিয়ার বাড়িতে মঙ্গলবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রের নাম আহমদ আলী বাবু (১৪)। তার বাবার নাম শহীদ মিয়া। বাবু সাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। তার লাশ সদর হাসপাতাল মর্গে রয়েছে।

গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন- বাবুর বাবা শহীদ মিয়া (৪৫), প্রতিবেশী কলেজছাত্র মোহাম্মদ আলী (১৬) , অমিত (৭) ও ভাড়াটিয়া জয়নাল মিয়া (৪০)। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।