স্টেশনে পাওয়া শিশুর দায়িত্ব নিল জিআরপি
কুমিল্লা রেলস্টেশনের প্লাটফর্মে ফেলে যাওয়া শিশুর তিন দিনেও পরিচয় মেলেনি। বৃহস্পতিবার গভীর রাতে অচেতন অবস্থায় দেড় বছরের ওই শিশুটিকে উদ্ধার করে কুমিল্লা রেলওয়ে ফাঁড়ি পুলিশ (জিআরপি)।
এরপর রাতেই তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি কুমিল্লা রেলস্টেশনের উপ-পরিদর্শক (এসআই) নজরুলের তত্ত্বাবধানে রয়েছে।
পুলিশ জানায়, কুমিল্লা রেলস্টেশনের দক্ষিণ পাশের প্লাটফর্মে গত ৫ মে রাত আড়াইটার দিকে অজ্ঞাত প্রায় দেড় বছরের এক শিশু কন্যাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে যাত্রীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর সেখানে শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে রিলিজ দেন হাসপাতাল কর্তৃপক্ষ।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নজরুল ইসলাম জানান, যতদিন পর্যন্ত শিশুটির অভিভাবকের খোঁজ না পাওয়া যাবে, ততদিন পর্যন্ত মানবিক কারণে নিষ্পাপ ওই শিশুটিকে তিনি নিজ হেফাজতেই রাখবেন।
কামাল উদ্দিন/এআরএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ