নিরাপরাধীকে ফাঁসাতে গিয়ে গ্রেফতার সমন্বয়ক পরিচয়ধারী
হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশকে ব্যবহার করে অসৎ উদ্দেশ্য সাধনের চেষ্টার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ধারী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতার মাহফুজুর রহমান তানিম (২৭) উপজেলার আমকান্দি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তানিম নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করে সাধারণ লোকজনকে হয়রানি করতেন বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানায়, নিরপরাধ এক ব্যক্তিকে গ্রেফতারের দাবি নিয়ে ওই যুবক মঙ্গলবার রাতে থানায় যান। এতে পুলিশের সন্দেহ হলে থানার গেইট থেকে তাকে আটক করা হয়। পরে বুধবার বিকেলে গ্রেফতার দেখানো হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম জানান, তানিম পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করানোর চেষ্টা করেছেন। ওই ব্যক্তিকে গ্রেফতার না করলে আন্দোলনসহ থানায় আক্রমণেরও হুমকি দেন। পুলিশকে ব্যবহার করে অসৎ উদ্দেশ্য সাধনের চেষ্টা ও শান্তিভঙ্গ করার কারণে তানিমকে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান