ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের আগুনে পুড়ে শিশু নিহত

প্রকাশিত: ১০:০২ এএম, ০৯ মে ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় রান্না ঘরে গ্যাসের পাইপে আগুন লেগে আশামণি (৩) নামে এক শিশু নিহত হয়েছে।

সোমবার দুপুর একটার দিকে পৌরশহরের পশ্চিম পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশামণি পশ্চিম পাইকপাড়া এলাকার হোসেন মিয়ার মেয়ে।

সদর মডেল থানা পুলিশের শহর উপ-পরিদর্শক (টিএসআই) মো. সোহাগ রানা বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, দুপুরে পশ্চিম পাইকপাড়া এলাকার হোসেন মিয়ার বাড়িতে রান্না করার সময় হঠাৎ সিলিন্ডারের সঙ্গে চুলার সংযোগ পাইপে আগুন ধরে যায়। এসময় সেখানে থাকা শিশু আশামণি অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

আজিজুল আলম সঞ্চয়/ এমএএস/পিআর