ধামরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩
ঢাকার অদূরে ধামরাইয়ের শ্রীরামপুরে বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ইমতিয়াজের ছেলে সিরাজুল ইসলাম (৩৫), মানিকগঞ্জ সদর থানার আনোয়ার হোসেনের ছেলে কাউসার (২৮) এবং বিশ্বজিৎ (২৫)।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তাকুলদার জানান, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এসময় অন্তত আরও ১০ যাত্রী আহত হন।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ২ ভেকু দিয়ে নির্মাণাধীন রাস্তা কাটলেন আওয়ামী লীগ নেতা
- ৩ মা হলো ধর্ষণের শিকার কিশোরী, তিন মাসেও আসামিকে ধরতে ব্যর্থ পুলিশ
- ৪ সুদের টাকা আদায়ে ব্যবসায়ীর নামে আওয়ামী লীগ নেতার ১৯ মামলা
- ৫ নিজ বাড়িতে ‘যৌনকর্মীদের’ আশ্রয়, জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার