ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে আবারো অ্যানথ্রাক্স : আক্রান্ত ২১

প্রকাশিত: ০৪:০৩ পিএম, ০৯ মে ২০১৬

সিরাজগঞ্জে আবারো দেখা দিয়েছে তরকা বা অ্যানথ্রাক্স। জেলার কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামে সোমবার সকালে ২১ জন এই রোগে আক্রান্তের খবর পাওয়া গেছে। তবে তারা কয়েকদিন আগেই এই রোগে আক্রান্ত হয়েছে বলে তাদের পরিবার সূত্র জানিয়েছে।

আক্রান্তরা হলেন, জামতৈল গ্রামের রমজান আলীর ছেলে আলম (৩৮), জামাল উদ্দিনের মেয়ে সোনেকা খাতুন (৩০), বাহাদুর শেখের ছেলে আব্দুস ছালাম (৪০), আব্দুস সালামের মেয়ে সালেকা (১৩), লোকমান হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন (১৮), রাজু মিয়ার স্ত্রী হোসনে আরা খাতুন (২৫), আব্দুল রশিদের ছেলে সোহান (৭), হাছান আলী (৪৫), হাজী পরান আলীর ছেলে আবুল কালাম (৫৫), বৃদ্ধ কছির উদ্দিন (৬৫), রফিক হোসেন (৪০), মাদন আলীর স্ত্রী সাহের বানু (৫৫), আব্দুল আলীমের শিশু কন্যা আরজিনা খাতুন (৩), ভক্ত মিয়া (৫৫), আদেল আলী (৬০), রফিকের ছেলে রুবেল (১২), আবুল কালামের স্ত্রী হাজরা খাতুন (৪০), রাজুর মেয়ে রাবেয়াসহ (১০) ২১ জন। সনাক্তের পর রোগীদের বিনামূল্যে চিকিৎসার আওতায় আনা হয়েছে।

জানা যায়, গত ১৩ এপ্রিল জামতৈল গ্রামের আবুল কালামের গাভী এবং গত ৬ মে বুদ্দুর একটি বলদ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক জবাই করে এলাকার প্রায় ৫০টি পরিবার স্বল্পমূল্যে মাংস ভাগাভাগি করে নেয়। সে সময় গরুর মাংস কাঁটা-ছেড়ার কাজ করা শিশু, নারী-পুরুষ সহ ২১ জন অসুস্থ হয়। এদের হাত-পায়েসহ শরীরের বিভিন্ন অংশে ক্ষত হয়ে দেখা দিয়েছে।
 
এই রোগে আক্রান্ত আলম হোসেন জানান, গত শুক্রবার তার বাড়ির পাশের বুদ্দুর একটি গরু আকস্মিক অসুস্থ হয়ে পড়ে। গ্রামবাসী তাৎক্ষণিক গরুটি জবাই করে গ্রামবাসীদের মধ্যে ১৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। এরপর থেকে যারা মাংস কাটা ছেড়ার কাজ করেছে তাদের শরীরের বিভিন্ন স্থানে ঘা দেখা দেয়। পরে হাসপাতালে গেলে চিকিৎসকেরা আক্রান্ত ২০ জনকে পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ দিয়েছে।

এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ২০ জন এই রোগে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আক্রান্তদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পরীক্ষার ফল আসলে সঠিকভাবে ধারণা পাওয়া যাবে তারা আসলেই অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত কিনা। আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে ভয়ের কিছু নেই। নিয়মিত চিকিৎসকের পরামর্শে মেনে চলাসহ সঠিকভাবে ওষুধ খেলেই তারা কিছু দিনের মধ্যেই ভালো হয়ে যাবে।

বাদল/এমএএস/পিআর