যুবলীগ নেতার জুয়ার আসর থেকে আটক ৩
হবিগঞ্জের বাহুবল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তারা মিয়ার নিয়ন্ত্রণাধিন জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা, জুয়া খেলার সরঞ্জাম, একটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
মঙ্গলবার বিকেলে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুদীপ রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে মৌলভীবাজারের কামাল, মাধবপুরের আফজল ও বানিয়াচংয়ের সফিকুর রহমানকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের পর মঙ্গলবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার সেখানে অভিযান পরিচালনা করে অনুরূপ জুয়াড়ি গ্রেফতার করা হলেও যুবলীগের সাধারণ সম্পাদক তারা মিয়া তার জুয়ার আসর চালু রেখেছেন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এমএস