ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মানিকগঞ্জে দুটি ইউনিয়নের নির্বাচন স্থগিত

প্রকাশিত: ১১:৪৩ এএম, ১০ মে ২০১৬

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ও জাগীর ইউনিয়ন পরিষদের নির্বাচনের কার্যক্রম স্থগিত করেছেন প্রধান নির্বাচন কমিশানার।

ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সরোয়ার মিহির মোর্শেদকে এই ঘটনা তদন্ত করে আগামী রোববারের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশও দেয়া হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সোমবার নির্বাচন কমিশন উপ-সচিব ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত দুটি ইউনিয়নে নির্বাচন স্থগিতাদেশের চিঠি মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা পেয়েছেন।

পঞ্চম দফায় তফসিল অনুযায়ী আগামী ২৮ মে মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। এ জন্য গত ২২ এপ্রিল থেকে মনোনয়নপত্র বিতরণ করা হয়। এতে গড়পাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত আফসার উদ্দিন সরকার, বিএনপি মনোনীত মো. সহিম উদ্দিন এবং স্বতন্ত্র মো. ওসমান গণি, মো. সোরহাব উদ্দিন ও নরুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেন। আর জাগীর ইউনিয়নে একই পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগ মনোনীত মো. জাকির হোসেন, বিএনপি মনোনীত মো. সেলিম হোসেন ও স্বতন্ত্র মো. আইয়ুব আলী।

কিন্তু, শেষদিনে গত ৩ মে গড়পাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আফসার উদ্দিন সরকার ও জাগীর ইউনিয়নে মো. জাকির হোসেন মনোনয়নপত্র জমা দেন। দুইটি ইউনিয়নে অন্য ছয় প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেননি।
 
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান জানান, গড়পাড়া ও জাগীর ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্থগিতের চিঠি তারা পেয়েছেন। এ কারণে ওই দুটো  ইউনিয়নে নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। কে বা কারা কিংবা কি অভিযোগে এই নির্বাচন স্থগিত করেছেন নির্বাচন কমিশন, তা চিঠিতে উল্লেখ করা হয়নি।

আগামী বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তা এখানে আসবে তদন্ত করতে। তদন্ত শেষে প্রতিবেদন জমার পর নির্বাচন কমিশনের পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

খোরশেদ/ এমএএস/এবিএস