ময়মনসিংহ মেডিকেল কলেজে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মনির হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত মনির টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বেটবাড়ি এলাকার মো. আব্দুল বাছেরের ছেলে।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গুবিষয়ক ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মনির হোসেন। পরে রাত দেড়টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ডা. মহিউদ্দিন খান আরও বলেন, হাসপাতালে বর্তমানে ২৩ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন। এদের মধ্যে পুরুষ ১৮ জন, নারী চার ও শিশু একজন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১২ জন। ছুটি নিয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।
মঞ্জুরুল ইসলাম/জেডএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জিগজ্যাগ কসরতে বাইক চালাতে গিয়ে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত
- ২ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মেহেরপুরে আনন্দ মিছিল
- ৩ সুদানে হামলায় নিহত সেনাসদস্য জাহাঙ্গীর আলমের দাফন সম্পন্ন
- ৪ ১৭ বছরে দেশের আইনশৃঙ্খলা-অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়া হয়েছে
- ৫ সুদানে নিহত কুড়িগ্রামের দুই শান্তিরক্ষীর দাফন সম্পন্ন