পিস্তল ঠেকিয়ে ৬ লাখ টাকা ছিনতাই
প্রতীকী ছবি
বাগেরহাটের রামপালে এক ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে ৬ লাখ টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা। এসময় ছিনতাইকারীদের হামলায় এক মাছ ব্যবসায়ীসহ দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার ঝনঝনিয়া চেয়ারম্যানের মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মোটরসাইকেল চালক কুব্বাত আলি (৩৭) ও মোস্তা হাজী (৫০)।
আহত কুব্বাত আলী সাংবাদিকদের জানান, দুপুরে রামপালের ফয়লাহাটের মিরাজ ফিসের মালিক আ. ছত্তার মোল্লার নিকট থেকে মাছ বিক্রির নগদ ছয় লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে মংলার আল-আরাফা ইসলামী ব্যাংকের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ঝনঝনিয়া চেয়ারম্যানের মোড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে অপর একটি মোটরসাইকেলে করে আসা তিন আরোহী অস্ত্র দেখিয়ে কুব্বাতকে গাড়ি থামাতে বলে। এক পর্যায়ে চলন্ত গাড়ি থেকে ছিনতাইকারীরা টাকার ছিনিয়ে নেয়।
এসময়ে চালক কুব্বাত আলী ও মোস্ত হাজি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর আহত হন। পরে ছিনতাইকারীরা তাদের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় সন্ধ্যায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শওকত আলী বাবু/এআরএ/এবিএস