২১ মামলার আসামি খোরশেদ গ্রেফতার
চাঁদপুরের শাহরাস্তি এলাকার শীর্ষ মাদক কারবারি ও ২১ মামলার আসামি খোরশেদ আলমকে (৪২) গ্রেফতার করেছে যৌথবাহিনী।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে শাহরাস্তি থানা পুলিশ।
এর আগে শনিবার (১৬ নভেম্বর) দিনগত রাতে সেনাবাহিনী ও শাহরাস্তি মডেল থানার আভিযানিক দল যৌথ অভিযান চালিয়ে শাহরাস্তি পৌরসভার বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতার খোরশেদের বিরুদ্ধে ২১ ও তার স্ত্রী রাবেয়া আক্তারের বিরুদ্ধে আট মাদক মামলা আদালতে বিচারাধীন। খোরশেদ ও রাবেয়া বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদক কারবারে জড়িত।
শরীফুল ইসলাম/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ