ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রবীন্দ্রনাথ বাঙালি চেতনার কাব্যিক পুরুষ : হানিফ

প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১০ মে ২০১৬

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাঙালি চেতনার কাব্যিক ও প্রবাদ পুরুষ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেন, `যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে....` এ রকম অসাধারণ যে কবিতা ও কাব্য তা পৃথিবীর অন্য কেউ লিখতে পারেননি। তার এসব কাব্য রচনা ছড়িয়ে দিয়ে গোটা জাতিকে শুদ্ধ করে তুলি। আসুন রবীন্দ্রনাথের চেতনায় বিশ্বাসী হয়ে একটি অসাম্প্রাদায়িক বাংলাদেশ গড়ে তুলি। হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলি। তাহলেই কবিগুরুর স্বপ্ন বাস্তবায়ন হবে।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়িতে সমাপনী দিনে অয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা তিনি।

রবীন্দ্রনাথ স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় কুষ্টিয়া জেলা প্রশাসন এ অনুষ্ঠানমালার আয়োজন করে।

জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি মো. সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক মো. আজগর আলী, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান প্রমুখ।

আল-মামুন সাগর/এআরএ/এবিএস