ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটের গণকবরে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ০৫:৫৪ এএম, ১১ মে ২০১৬

স্বাধীনতার ৪৫ বছর পর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোঁকতারা গ্রামের বকুলতলী নামক স্থানে আরো একটি গণকবরে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার সকালে গণকবরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদ প্রশাসক এস এম সোলায়মান আলী।

পরে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী এখানে হত্যাযজ্ঞ শুরু করে। এতে স্থানীয় ১৫ জন নিরীহ মানুষসহ শরনার্থী হয়ে ভারতে যাবার পথে দেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক নারী-পুরুষ নিহত হন।  

সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এস এম সোলায়মান আলী, মুক্তিযুদ্ধের সংগঠক আমিনুল হক বাবুল, স্থানীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোমিন আহম্মেদ চৌধূরী, আবু বক্কর সিদ্দিক প্রমূখ।

এসময় শহীদ পরিবারের সন্তান, মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও সাংবাদিকসহ এলাকার প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

রাশেদুজ্জামান/এফএ/এমএস

আরও পড়ুন