ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিবচরের ১৬ ইউপির নব-নির্বাচিতদের শপথগ্রহণ

প্রকাশিত: ১১:৩১ এএম, ১১ মে ২০১৬

মাদারীপুরের শিবচর উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে তাদের শপথগ্রহণ করা হয়।

অনুষ্ঠানে মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস চেয়ারম্যানদের এবং শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহমেদ ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে সভাপত্বি করেন শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ রেজাউল করিম তালুকদার।

Shibchor

শিবচর উপজেলার আওয়ামী লীগের ১৬ জন চেয়ারম্যান, ৪৮ জন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য এবং ১৪৪ জন সাধারণ সদস্যকে শপথ বাক্য পাঠ করানো হয়।
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, শিবচর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান চৌধুরি, শিবচর উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম দেলোয়ার হোসেন প্রমুখ।

এ কে এম নাসিরুল হক/ এমএএস/পিআর