ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিএনপি নেতার বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ০৫:০৫ এএম, ১২ মে ২০১৬

মাটিরাঙা পৌরসভায় ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ-আত্মসাতের অভিযোগে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মাটিরাঙা পৌরসভার সাবেক মেয়র আবু ইউসুফ চৌধুরীসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার অন্য অভিযুক্তরা হলেন, মাটিরাঙা পৌরসভার কার্য-সহকারী মো. আনোয়ার হোসেন, সচিব অনিল কুমার ত্রিপুরা ও হিসাব রক্ষক প্রশান্ত কুমার সাহা।

বুধবার রাতে দুদকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদ কালাম বাদী হয়ে মাটিরাঙা থানায় মামলাটি দায়ের করেন।

মাটিরাঙা থানা পুলিশের ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদত হোসেন টিটো জাগো নিউজকে বলেন, মাটিরাঙা পৌরসভায় ড্রেন নির্মাণের ভুয়া প্রকল্প দেখিয়ে প্রায় তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করেছে দুদক।

এদিকে দুদকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সফিকুল ইসলাম ভূইয়া জানান, দায়েরকৃত মামলায় তদন্ত কর্মকর্তা নিয়োগের পর আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু হবে।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/পিআর

আরও পড়ুন