ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাপাহারে দুইটি কেন্দ্রে পুনঃ নির্বাচনের দাবি

প্রকাশিত: ০৬:৪৭ এএম, ১২ মে ২০১৬

নওগাঁর সাপাহার সদর ইউনিয়নের দুটি কেন্দ্রে ভোট গণনায় অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নার্গিস সরকার।

বৃহস্পতিবার সকাল ১০টায় সাপাহার প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি দুটি কেন্দ্রে পুনঃ নির্বাচনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নার্গিস সরকার জানান, জনগণের কাছে আমার জনপ্রিয়তা ভাল থাকায় অত্যান্ত সুকৌশলে আমাকে নির্বাচনে পরাজিত করার নানা পরিকল্পনা চালানো হয়েছে। গত ৭ মে নির্বাচনের দিন ভোট গণনার সময় মদনশিং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মানিকুড়া দাখিল মাদরাসা কেন্দ্রে আমার পোলিং এজেন্টেকে ভয়ভীতি দেখিয়ে ভোট গণনায় ব্যাপক অনিয়ম করা হয়।

এসময় পরিকল্পিতভাবে ৩০৭ ভোট কম দেখিয়ে আমাকে পরাজিত করা হয়েছে। এই অনিয়মের তীব্র প্রতিবাদ জানিয়ে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ওই দুইটি কেন্দ্রে পুণরায় নির্বাচনের দাবি জানাচ্ছি।

এসময় নার্গিস সরকারের কয়েকজন সমর্থক কর্মী ও পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন।

আব্বাস আলী/এফএ/আরআইপি