অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা ৫০ হাজার
দিনাজপুরের বোচাগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ট্রাক্টরচালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার রনগাঁও ইউনিয়নের মথনডাঙ্গা এলাকায় টাঙ্গন নদীতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মথনডাঙ্গা এলাকায় টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছিল একটি চক্র। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিক্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা অভিযান চালান। এসময় বালুভর্তি একটি ট্রাক্টরসহ চালক মোজেন চন্দ্র রায়কে আটক করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ট্রাক্টরের মালিক ডেউর গ্রামের তাহেরুল ইসলাম এসে জরিমানার টাকা দিয়ে চালকসহ ট্রাক্টর নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমদাদুল হক মিলন/এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান