ঠাকুরগাঁওয়ে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে দুই ব্যবসায়ী নিহত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেন- হারুন অর রশিদ ও আব্দুল খালেক।
বুধবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার চাপোর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হারুন অর রশিদ ধান ব্যবসায়ী। তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার মুকন্দপুর গ্রামের বাসিন্দা। আব্দুল খালেকের বাড়ি একই উপজেলার ১৩ মাইল গড়েয়া এলাকায়। তিনি ভুট্টা ব্যবসায়ী বলে জানা গেছে।
পুলিশ জানায়, রাতে পীরগঞ্জ থেকে মোটরসাইকেল নিয়ে হারুন অর রশিদ ও আব্দুল খালেক দিনাজপুরের দিকে যাচ্ছিলেন। পথে পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কের চাপোর নামক স্থানে বীরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মাহিন্দ্রা ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে হারুন অর রশিদ ও আব্দুল খালেক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে হারুন মারা যান। এরপর চিকিৎসক আব্দুল খালেককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে তার মৃত্যু হয়।
ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে পুলিশ।
তানভীর হাসান তানু/ইএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান