চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে পেটানো হলো যুবলীগ কর্মীকে
নাটোরে যুবলীগ কর্মী রুহুল আমিন রুবেলের (৩৫) ওপর হামলা চালিয়েছেন বিএনপি কর্মীরা। বুধবার (৪ ডিসেম্বর) রাতে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে রুবেলের মাথা, বাম পা ও হাতে ধারালো অস্ত্র এবং লাঠি দিয়ে পেটানো হয়।
আহত রুবেল বাগাতিপাড়া উপজেলার যুবলীগ কর্মী। তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সোচ্চার। হামলায় অভিযুক্তরা প্রয়াত প্রতিমন্ত্রী বিএনপি নেতা ফজলুর রহমান পটলের অনুসারী। আহত রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি আহত রুবেল জানান, বুধবার রাত ৯টার দিকে তিনি মোটরসাইকেলে পাঁচুরিয়া মোড় থেকে টুনিপাড়ার দিকে যাচ্ছিলেন। সেখানে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছালে বিএনপি কর্মী হায়দারের নেতৃত্বে শাহাব, সাইফুল, মতিন, মিরাজ, কালু, আমিরুল, মকছেদ, দুলু, সরমানসহ ২৫-৩০ জন তাকে ঘিরে ধরে রড দিয়ে পেটাতে শুরু করেন।
তিনি আরও জানান, হামলায় থাকা একজন ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ে আঘাত করলে তা হেলমেটের কারণে ছিটকে দূরে পড়ে যায়। এসময় তিনি দৌড়ে পাশের একটি ডোবাতে ঝাঁপিয়ে পড়েন। তাকে ডোবা থেকে তুলে আবারো পেটানো হয়।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মো. আব্দুর রাকিব বলেন, রুবেলের বাম পায়ের বিভিন্ন স্থানে ছুরির ক্ষত রয়েছে। মারপিটের কারণে ওই পা ও বাম হাতের দুটো হাড় ভেঙে গেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করে সাড়া পাওয়া যায়নি।
বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠাণ্ড বলেন, রুবেল দলের একজন সক্রিয় কর্মী। তিনি ফেসবুকে বর্তমান সরকারের সমালোচনা করায় বিএনপির কর্মীরা তার ওপর হামলা চালিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানাই।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক বলেন, যুবলীগ নেতার ওপর হামলার ঘটনা শুনেছি। এখন পর্যন্ত কেউ এসে অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রেজাউল করিম রেজা/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাসিনা ভারতে আর তার দোসররা দেশে বসে ষড়যন্ত্র করছে- শামা ওবায়েদ
- ২ কক্সবাজারে তিন পর্যটককে জিম্মি করে ছিনতাই, আটক ৬
- ৩ আজহারীর মাহফিল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু
- ৪ লালমনিরহাটে আজহারীর মাহফিলে মোবাইল চুরি, নারীসহ আটক ২২
- ৫ আ’লীগ নেতার ঘেরের মাছ লুটের অভিযোগ দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে