ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাপাহারে জামায়াতের আমির সাদেকুল গ্রেফতার

প্রকাশিত: ০১:৫৮ পিএম, ১২ মে ২০১৬

নওগাঁর সাপাহার থানা জামায়াতের সাবেক আমির মাওলানা সাদেকুল ইসলামকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সাপাহার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাওলানা সাদেকুল ইসলাম উপজেলার তিলনী গ্রামের মুঞ্জুরুল ইসলামের ছেলে।

সাপাহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, গত বছর সারাদেশে জামায়াত-বিএনপির তাণ্ডবের সময় বিভিন্ন এলাকায় নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আব্বাস আলী/এআরএ/এবিএস