ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চরভদ্রাসনে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০২:০৩ পিএম, ১২ মে ২০১৬

ফরিদপুরের চরভদ্রাসনে শামীম মোল্যা (২৫) নামে এক যুবকের মরদহে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের ব্যাপরীডাঙ্গী মসজিদের পাশের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শামীম ওই ইউনিয়নের পূর্ব শালেপুর গ্রামের বাসিন্দা হাফেজ মোল্যার ছোট ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, বুধবার দুপুর থেকেই শামীমকে দেখা যাচ্ছিল না। সন্ধ্যার পর থেকেই তাকে খোঁজা-খুঁজি শুরু করে। অনেক রাত পর্যন্ত খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার ব্যাপরীর ডাঙ্গী মসজিদের পাশে পদ্মা নদী সংলগ্ন একটি খালে (কোলে) স্থানীয়রা মাছ ধরতে গেলে মরদেহটি দেখতে পায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

চরভদ্রাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাম প্রসাদ ভক্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

এস.এম. তরুন/এআরএ/এবিএস