পটুয়াখালীতে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর দুমকি, মির্জাগঞ্জ ও কলাপাড়া উপজেলা থেকে দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাউফল উপজেলার হোসনাবাদ এলাকার বাসিন্দা মো. খলিল মৃধা (৩৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ দুমকির জলিসা কদমতলা খাল থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে নিখোঁজ হন তিনি।
এদিকে, শুক্রবার মির্জাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ঘটকের আন্দুয়া নামক গ্রাম থেকে জেসমিন আক্তার (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে এলাকাবাসী।
মির্জাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিনা তা তদন্তের পর বেরিয়ে আসবে।
অপরদিকে, কলাপাড়া উপজেলার ম্যাওরাপাড়া এলাকায় গৃহবধূ রাসেদা বেগমের (৫৫) মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
এআরএ/এমএস