শাম্মীর স্বপ্ন পূরণ হবে তো?
দিনমজুরের মেয়ে শাম্মী আক্তার। অদম্য মেধাবী। অনেক প্রতিকূলতার মাঝেও এ বছর এসএসসি পরীক্ষায় হাতীবান্ধা শাহ গরীবুল্যাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে। তাছাড়া প্রাথমিক ও অষ্টম শ্রেণিতেও পেয়েছে ট্যালেন্টপুলে বৃত্তি।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রামের দিনমজুর সাইফুল ইসলামের মেয়ে। মা নূরনাহার অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন। তাদের যে আয় হয় তা দিয়ে সংসারের ভরণপোষণ ও দুই ছেলে-মেয়ের লেখাপড়া চালাতে হিমশিম খেতে হয়। তাদের জমিজমা না থাকায় অন্যের জমিতে রয়েছে শুধু মাথা গোঁজার ঠাঁই।
শাম্মী আক্তারের স্বপ্ন আইনজীবী হওয়ার। কিন্তু সেই স্বপ্নে একমাত্র বাধা হয়ে আছে আগামী দিনের পড়াশোনার খরচ। তাই বর্তমানে সাফল্যে এলেও ভবিষ্যতের স্বপ্ন পূরণে শংকা কাটছে না অদম্য মেধাবী শাম্মী আক্তারের।
হাতীবান্ধা শাহগরীবুল্যাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবর রহমান বলেন, `শাম্মী আক্তার দরিদ্র হলেও মেধাবী। কোনো প্রতিষ্ঠান বা সংস্থার তাকে সহায়তা করলে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।
রবিউল হাসান/এসএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
- ২ টেকনাফের সীমান্তবর্তী চিংড়ি ঘের থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- ৩ শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ম্যারাথন
- ৪ কুড়িগ্রামে চরের দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ
- ৫ মাদককে না বলে মাগুরায় ৪ শতাধিক প্রতিযোগীর মিনি ম্যারাথন