ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০১:০৪ পিএম, ১৪ মে ২০১৬

মাগুরা সদর উপজেলার দক্ষিণ নওয়াপাড়া গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত স্কুলছাত্র আল-আমীনের (১২) মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আল-আমীন তিতার খা পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং উপজেলার রাজিবপাড়া গ্রামের ইউনুস সর্দার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, দ্বিতীয় ধাপের মঘি ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সর্দ্দারের পক্ষে নির্বাচনী প্রচারণা নিয়ে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সুজন বিশ্বাসের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনের দ্বন্দ্ব বিরোধ চলছিল। সে সূত্র ধরে বৃহস্পতিবার উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় আল-আমিনের মাথায় ইটের আঘাত লাগে।

পরে আশঙ্কাজনক অবস্থায় আল-আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে শনিবার তার মৃতু হয়। তার মৃত্যুর খবর এলাকায় ছিড়িয়ে পড়লে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

আরাফাত হোসেন/এআরএ/আরআইপি