১৮ ঘণ্টা পর মাওয়ায় ফেরি চলাচল শুরু
দুর্যোগপূর্ণ আবহাওয়া ও পদ্মানদীতে প্রবল ঢেউয়ের কারণে ১৮ ঘণ্টা বন্ধা থাকার পর মাওয়া-কাওড়াকান্দি রুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়ে উঠেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তপক্ষ কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক আবদুল বাতেন জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রবিবার বিকেল তিনটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সোমবার সকাল ৯টায় ফেরি চলাচল শুরু হয়।
তিনি জানান, ১৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার ফলে মাওয়া-কাওরাকান্দি ফেরিঘাটের দুইধারে যানজটের সৃষ্টি হয়। এখন ফেরি চলাচল শুরু হলে যান চলাচল কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।
তবে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দিলে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে তিনি জানান।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ২ ভেকু দিয়ে নির্মাণাধীন রাস্তা কাটলেন আওয়ামী লীগ নেতা
- ৩ মা হলো ধর্ষণের শিকার কিশোরী, তিন মাসেও আসামিকে ধরতে ব্যর্থ পুলিশ
- ৪ সুদের টাকা আদায়ে ব্যবসায়ীর নামে আওয়ামী লীগ নেতার ১৯ মামলা
- ৫ নিজ বাড়িতে ‘যৌনকর্মীদের’ আশ্রয়, জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার