ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাসিরনগরে আন্তঃজেলা ডাকাত সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৮:৩৪ এএম, ১৫ মে ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মো. কাপ্তান মিয়া (৪৮) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হরিপুর গ্রামের হরিণবেড় বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

কাপ্তান মিয়া হরিপুর গ্রামের আনজব আলীর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল-মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার ইসলামপর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল হরিপুর গ্রামের হরিণবেড় বাজার অভিযান চালায়। এসময় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কাপ্তান মিয়াকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, কাপ্তান মিয়া বিজয়নগর উপজেলার ইসলামপুর বাজারের শামছুল আলমের ভাড়াটিয়া আবু জাফরের বাসায় ডাকাতি মামলার প্রধান আসামি।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/এমএস