ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিজয়নগরে নব-নির্বাচিত ইউপি সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০২:২৬ পিএম, ১৫ মে ২০১৬

প্রতারণা ও অর্থ-আত্মসাতের মামলায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সদস্য মো. আব্দুর রশিদ আবুকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে আখাউড়া উপজেলার দুর্গাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

একই মামলায় সিঙ্গারবিল গ্রামের মো. সাদ্দাম হোসেন (২৮) নামে আরেক যুবককে গ্রেফতার করা হয়েছে।

আখাউড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউকে জানান, শনিবার রাতে মো. ছগির আহাম্মেদ নামে এক ব্যক্তির দায়ের করা প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় ওই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/পিআর