ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে বসতঘরে আগুন : দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১৫ মে ২০১৬

মাদারীপুরে বসতঘরে রহস্যজনক অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে জামিলা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের মস্তফাপুর ইউনিয়নের চাপাতলি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মস্তফাপুর ইউনিয়নের চাপাতলি গ্রামের মৃত গণি চৌকিদারের বিধবা স্ত্রী জামিলা বেগম দুপুরে ঘরের মধ্যে ঘুমিয়ে ছিল। বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে জামিলা বেগম অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, ‘বিষয়টি তার জানা নেই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

এ কে এম নাসিরুল হক/এআরএ/পিআর