ভান্ডারিয়ায় মন্দিরে রহস্যজনক আগুন
পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার ১নং ওয়ার্ড লক্ষীপুরা গ্রামের রায় বাড়ির শ্রী শ্রী শ্যামা মন্দিরে রহস্যজনক আগুনের ঘটনা ঘটছে। শনিবার রাত সাড়ে ৮টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার পর শনিবার রাতে ওই বাড়ির বাসিন্দা বাদল রায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতে লক্ষীপুরা গ্রামের আব্দুল করিমের ছেলে নজরুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে।
ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, নজরুল মানসিক ভারসাম্যহীন (পাগল)।
মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মোশাররফ হোসেন বলেন, মন্দিরটি পাকা ভবন বাহির থেকে আগুন দেয়া কঠিন। গ্রেফতার নজরুলের মাথায় সমস্যা আছে। তবে অনেক আগে নজরুল একবার ওই মন্দিরের মূর্তি হাত ভেঙেছিল। এ ঘটনায় নজরুল জড়িত থাকতে পারে বলেও তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, নাম প্রকাশ না করা শর্তে ওই গ্রামের একাধিক বাসিন্দা বলেন, শনিবার রায় বাড়ির লোকজন তাদের ধর্মীয় মতে মাটির তৈরি পাত্রে সন্ধ্যা বাতি দিয়ে তা না নিভিয়ে চলে গেলে, সে বাতির আগুন থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
আগুনে মূর্তির কোনো ক্ষতি হয়নি বলেও এসআই মোশাররফ নিশ্চিত করেছেন। তবে মূর্তির পিছনের চাটই সামান্য ও কিছু তুলা পুড়ে গেছে।
অন্যদিকে, মন্দিরে আগুন রহস্যজনক। এর আগে মন্দিরে ওই রকম ঘটনা ঘটেনি। তাছাড়া বিষয়টি অলৌকিক বলেও মনে করেছে এলাকাবাসী।
হাসান মামুন/এআরএ/এবিএস