ঘরে স্বামীর মরদেহ ফেলে পালালেন স্ত্রী
গোপালগঞ্জ সদরে ঘর থেকে শুকুর শেখ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাজুলিয়া এলাকার সামিউল মেম্বারের বাসা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শুকুর শেখ উপজেলার রায়পাশা এলাকার নাছির শেখের ছেলে। তিনি দীর্ঘদিন স্ত্রীসহ ওই বাড়িতে ভাড়া থাকতেন। এছাড়াও পাশের রুমে ভাড়া থাকতেন নিহত শুকুরের শ্যালিকা ও ভায়রাভাই। ঘটনার পর থেকে তারা সবাই পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, খবর নিয়ে জানতে পেরেছি ওই ঘরের পাশের রুমে নিহতের শ্যালিকা ও ভায়রাভাই ভাড়া থাকতেন। এ ঘটনার পর থেকে স্ত্রী, শ্যালিকা ও ভায়রাভাই কাউকে পাওয়া যায়নি। তারা পলাতক রয়েছেন। মৃত্যুর রহস্য জানতে কাজ করছে পুলিশ।
আশিক জামান অভি/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ২ ভেকু দিয়ে নির্মাণাধীন রাস্তা কাটলেন আওয়ামী লীগ নেতা
- ৩ মা হলো ধর্ষণের শিকার কিশোরী, তিন মাসেও আসামিকে ধরতে ব্যর্থ পুলিশ
- ৪ সুদের টাকা আদায়ে ব্যবসায়ীর নামে আওয়ামী লীগ নেতার ১৯ মামলা
- ৫ নিজ বাড়িতে ‘যৌনকর্মীদের’ আশ্রয়, জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার