ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাগেরহাটে বোমা বিস্ফোরণে ছাত্রদল কর্মী নিহত

প্রকাশিত: ১২:২৪ পিএম, ১৬ মে ২০১৬

বাগেরহাটের ফকিরহাটে বোমা বিস্ফোরণে ছাত্রদল কর্মী সুমন শেখ (২৫) নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলা সদরের আট্রাকি গ্রামের ঘোষের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুমন শেখের মা পারুল বেগমকে আটক করেছে পুলিশ।

নিহত সুমন শেখ উপজেলা সদরের আট্রাকি গ্রামের আ. ছত্তার শেখের ছেলে।

ফকিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে উপজেলার আট্রকি গ্রামের ঘোষের পুকুর পাড়ে সুমন শেখ একটি বোমা নিয়ে নাড়াচাড়া করার সময় তা বিস্ফোরিত হয়। বোমার আঘাতে সুমনের শরীরে বেশ কিছু অংশ ক্ষত-বিক্ষত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

ওসি আরো জানান, সুমন স্থানীয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি কি উদ্দেশ্যে, কোথায় বোমা পেয়েছে সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ফরিকহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

এআরএ/পিআর