ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পেট্রোল পাম্প থেকে বাস উধাও!

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ১২:২৯ পিএম, ১৫ জানুয়ারি ২০২৫

লালমনিরহাটের কালীগঞ্জে পেট্রোল পাম্প থেকে হাবিব পরিবহনের একটি বাস উধাও হয়ে গেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তুষভাণ্ডার রওশন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, বুড়িমারী থেকে ঢাকায় চলাচল করে বাসটি। বাসের সমস্যা থাকায় কয়েকদিন ধরে এটি ওই ফিলিং স্টেশনে রাখা হয়। কিন্তু মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একটি কালো মাইক্রোবাস নিয়ে এসে কয়েকজন বাসটিকে ধাক্কা দিয়ে চালু করে নিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়।

হাবিব পরিবহনের মালিক রায়হান বলেন, কিছুদিন আগেই কুড়িগ্রামের ফজলু মিয়ার কাছ থেকে বাসটি নেওয়া হয়েছিল। এখন পেট্রোল পাম্প থেকে কারা বাস নিয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কয়েকজন মিলে শেয়ারে বাসটি কিনে ব্যবসা চালু করেছিলাম।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, সম্ভবত পাওনা টাকাকে কেন্দ্র করেই কুড়িগ্রামের মালিক বাসটি নিয়ে গেছেন। স্থানীয়দের কাছে এমন তথ্যই পাওয়া গেছে। তবে কাউকে না বলে এভাবে বাস নিয়ে যাওয়া কখনোই ঠিক না। অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রবিউল হাসান/জেডএইচ/জেআইএম