ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় দুইশ মণ নিষিদ্ধ পলিথিন জব্দ

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ১৭ জানুয়ারি ২০২৫

কুমিল্লা মহানগরীতে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইশ মণ পলিথিন জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে নগরীর কোতোয়ালি মডেল থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন।

কুমিল্লায় দুইশ মণ নিষিদ্ধ পলিথিন জব্দ

এসময় পরিবেশ অধিদপ্তর কুমিল্লার কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ উপস্থিত ছিলেন। এছাড়া পরিবেশ সুরক্ষায় এ অভিযানে সহায়তা করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় একটি কাভার্ডভ্যানে তল্লাশী চালিয়ে দুইশ মণ (৮ হাজার কেজি) পলিথিন জব্দ করা হয়। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক আবদুর রউফকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরে সংরক্ষণ করা হয়েছে বলে জানান তিনি।

জাহিদ পাটোয়ারী/এএইচ/এএসএম