ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুষ্টিয়া চিনিকলের এমডির কার্যালয় ঘেরাও

প্রকাশিত: ১২:০৯ পিএম, ১৭ মে ২০১৬

কুষ্টিয়া চিনিকল হিসাব বিভাগের দুই স্টাফের বিরুদ্ধে কারখানা শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগে মিলের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে শ্রমিক ও কর্মচারীরা। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে মিলের কয়েকশ’ শ্রমিক কর্মচারী সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন।

চিনিকল কর্তৃপক্ষ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হিসাব বিভাগের জুনিয়র করনিক শরিফুল ইসলাম ডালিম নামে একজনকে সাময়িক বরখাস্ত করেছে।

শ্রমিকদের অভিযোগ, সোমবার চিনিকল কারখানা শ্রমিকদের ওভারটাইম বিল বাবদ ১১ লাখ টাকা দেয়ার দিন ছিল। কিন্তু যার ওপর বিল দেয়ার দায়িত্ব দেয়া হয়েছিল ওই কর্মকর্তা বিল থেকে ১ লাখ টাকা হাতিয়ে নেন। এমন অভিযোগ শোনার পর বিক্ষুব্ধ হয়ে ওঠে শ্রমিক কর্মচারীরা। মঙ্গলবার সকালে ওই ঘটনার সঙ্গে জড়িতের শাস্তির দাবিতে ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় ঘেরাও করে তারা বিক্ষোভ করেন।



এ সময় চিনিকল কর্তৃপক্ষ অভিযুক্ত শরিফুল ইসলাম ডালিমকে বরখাস্ত করার ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়। শ্রমিকদের অভিযোগ, গত দু’বছরে একইভাবে শ্রমিকদের বিল থেকে প্রায় ১০ লক্ষাধিক টাকা আত্মসাৎ করেন দুই কর্মচারী। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শ্রমিকরা।

আল-মামুন সাগর/এসএস/এবিএস

আরও পড়ুন