রামেক হাসপাতাল থেকে ওষুধ নিয়ে পালানোর সময় নারী আটক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে পালানোর সময় এক নারীকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে চোরাই ওষুধসহ তাকে আটক করা হয়।
আটক নারীর লাকী পারভীন ডেইজি (৫০)। তার স্বামী মৃত মো. মামুন। তিনি সিঅ্যান্ডবি সার্কিট হাউজের পাশে পরিত্যক্ত কোয়ার্টার বসবাস করেন। আগে রামেক হাসপাতালে দৈনিক মজুরিকে কর্মরত ছিলেন ডেইজি। পরে তার চাকরি চলে যায়।
রামেক হাসপাতালে জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, জরুরি বিভাগের দায়িত্বরত আনসার সদস্যরা ডেইজিকে আটক করেন। এসময় তার কাছে থেকে বেশ কিছু ওষুধ পাওয়া যায়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।
এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, শুনেছি একজনকে আটক করা হয়েছে। তবে এখনো তাকে থানায় আনা হয়নি। থানায় এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাখাওয়াত হোসেন/এসআর/জেআইএম