রাঙ্গামাটি মেডিকেল কলেজ থেকে ছাত্রলীগ নেতা বহিষ্কার
রাঙ্গামাটি মেডিকেল কলেজ (রাঙামেক) শাখার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আয়াদ শরীফ সিরাজকে দুই বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে আজীবনের জন্য কলেজ ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়।
শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে সংঘাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ।
একই অভিযোগে শাখা ছাত্রলীগের আরও পাঁচ নেতাকে তিন মাসের জন্য রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়। ১ ফেব্রুয়ারি থেকে এ শান্তি কার্যকর হবে বলে জানিয়েছে রাঙামাটি মেডিকেল কলেজ প্রশাসন।
বহিষ্কৃত ৫ ছাত্রলীগ নেতা হলেন- শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিক্রম আদিত্য চাকমা (সেশন ২০২০-২১), সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ হোসেন (সেশন ২০২১-২২), সাংগঠনিক সম্পাদক সৃজন কান্তি দে (সেশন ২০২২-২৩), সাংগঠনিক সম্পাদক অভিজিৎ কুমার বৈদ্য (সেশন ২০২২-২৩) এবং সাংগঠনিক সম্পাদক সিং সিং এ মং মারমা (সেশন ২০২২-২৩)।
২৬ জানুয়ারি রাঙ্গামাটি মেডিকেল কলেজের সিট বরাদ্দ কমিটির সমন্বয়ক ও সহকারী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. হাবিবুল ইসলাম চৌধুরীর সই করা এক নোটিসে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
নোটিসে বলা হয়, ২০২৪ সালের ১৬ জুলাই মেডিকেল কলেজের শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে সংঘাতের ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা কিছু ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তির সুপারিশ করা হয়। যা ১০ম একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ১ ফেব্রুয়ারি মধ্যে ছাত্রাবাস ত্যাগের নির্দেশ প্রদান করা হলো।
জেডএইচ/এএসএম