পার্বতীপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
ফাইল ছবি
দিনাজপুরের পার্বতীপুরে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৯ জানুয়ারি) সকাল সোয়া ৯টায় পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের হাজীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. শাহিনুর আলম (৩০) ও সুখদেব কুমার রায় (৪২)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় সাজেদুর রহমান (২৮) নামে আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমিন ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এসএ পরিবহনের কাভার্ডভ্যানটি সৈয়দপুর যাওয়ার পথে হাজীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, এ ঘটনায় দুই জন মারা গেছেন। কাভার্ডভ্যানসহ চালক-হেলপারকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
এমদাদুল হক মিলন/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান