নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন বন্ধে নেসকো অফিস ঘেরাও
নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) অফিস ঘেরাও করেছেন গ্রাহকরা। বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এর আগে শহরের তাজের মোড়ে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটি। সমাবেশ শেষে আন্দোলনকারীরা শহরের কাঠালতলী এলাকায় নেসকো কার্যালয় ঘেরাও করেন। ঘেরাও কর্মসূচি শেষে নেসকোর নির্বাহী প্রকৌশলী ফরিদুল হাসানের কাছে স্মারকলিপি দেন কমিটির নেতারা।
বিক্ষোভ সমাবেশ চলার সময় নওগাঁ-বগুড়া সড়কে ১৫-২০ মিনিট যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিদ্যুৎ অফিসের সামনের সড়কে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা প্রিপেইড স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহার, বিদ্যুৎ খাতের সংস্কার ও গ্রাহক হয়রানি নিরসনের দাবি জানান।
সমাবেশে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল নওগাঁ জেলা শাখার আহ্বায়ক জয়নাল আবেদিন মুকুল বলেন, আওয়ামী লীগ সরকারের লুটেরা বাহিনী কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। দীর্ঘদিন ধরে আমরা এই লুটেরাদের বিচারের দাবি জানিয়ে আসছি। কিন্তু অন্তর্বর্তী সরকার এখনো কোনো পদক্ষেপ নেয়নি। বরং আমরা দেখতে পারছি, বিদ্যুৎ গ্রাহকদের এখনো হয়রানি ও ভোগান্তি ফেলানোর প্রক্রিয়া চলছে।
বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব আলিমুর রেজা রানা বলেন, প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করে পুরোনো মিটারের ত্রুটি সংশোধন করতে হবে। এর মাধ্যমে জনমনে স্বস্তি ও আস্থা ফিরিয়ে আনতে হবে। ইতোমধ্যে যাদের বাড়িতে প্রিপেইড মিটার লাগানো হয়েছে, সেগুলো প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
এ বিষয়ে নেসকোর প্রকৌশলী ফরিদুল হাসান বলেন, গ্রাহকরা নির্বাহী প্রকৌশলী নেসকো বরাবর স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিটি আমাকে নির্বাহী প্রকৌশলীর কাছে দিতে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।
আরমান হোসেন রুমন/জেডএইচ/জেআইএম