ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে দেশের গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব বাড়ায় এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।
এর আগে সন্ধ্যা থেকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে রাত সাড়ে ১০টার দিকে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা রোধে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।
এদিকে, ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শীতে দুর্ভোগে পড়েছেন পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের চালক ও যাত্রীরা।
আরও পড়ুন
রাতে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জাগো নিউজকে জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় রাত সাড়ে ১০টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।
তিনি আরও জানান, বর্তমানে এ নৌরুটে ছোট-বড় ১২৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে এবং দৌলতদিয়া প্রান্তে রয়েছে ৬টি ফেরি।
রুবেলুর রহমান/এমকেআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফ্যাসিবাদী আমলে বন্ধ হওয়া চিনিকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছি
- ২ ৮০০ টাকা কেজি রান্না করা গরুর মাংস কিনতে ক্রেতাদের হিড়িক
- ৩ পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই: মঞ্জু
- ৪ ফ্যাসিবাদের আমলে ৫ টাকা চাঁদা দিলে এখন ২০ টাকা দেওয়া লাগে
- ৫ রাজমিস্ত্রির বাড়ি থেকে ওয়ানশুটার গানসহ দুই পিস্তল উদ্ধার