ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্ব ইজতেমা ময়দানে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার নাম সাইফুল ইসলাম (৪৮)। তিনি নরসিংদীর মাদবদি থানার রংপুর এলাকার ইমাম উদ্দিনের ছেলে।

তাবলিগ জামাতের শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাইফুল ইসলাম তার খিত্তায় হৃদরোগে আক্রান্ত হন। পাখি হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। বিশ্ব ইজতেমা ময়দানে তার জানাজা শেষে ক্লাস গ্রামের বাড়িতে পাঠানো হবে।

এ নিয়ে বিশ্ব ইজতেমা ময়দানে সাতজন মুসল্লির মৃত্যু হলো।

আমিনুল ইসলাম/এসআর/এএসএম