দুর্গাপুরে আ.লীগের ছয় বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ থেকে দলীয় সিদ্ধান্ত না মেনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ছয়জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান এ ঘোষণা দেন।
বহিষ্কৃতরা হলেন, ১নং কুল্লাগড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. সাইদুর রহমান পাঠান, ২নং দুর্গাপুর সদর ইউনিয়নে কমিটির সদস্য মি. জিতু রেমা, ৩নং চণ্ডীগড় ইউনিয়নে উপজেলা কমিটির সদস্য মো. চাঁন মিয়া ফকির, ৪নং বিরিশিরি ইউনিয়নে কমিটির সদস্য মো. মজিবুর রহমান ফকির, ৬নং কাকৈরগড়া ইউনিয়নের উপজেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য মো. মামুনুর রহমান বেগ, ৭নং গাঁওকান্দিয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আব্দুল মতিন মোতালেব।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান জাগো নিউজকে জানান, বারবার অনুরোধ করার পরও তারা দলীয় সিদ্ধান্ত না মেনে নির্বাচন করছেন। আর এ কারণে কেন্দ্রীয় ও জেলা কমিটির নির্দেশে তাদের বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, দুর্গাপুর উপজেলার সাতটি ইউনিয়নে পঞ্চম দফায় ইউপি নির্বাচনে আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে।
কামাল হোসাইন/এআরএ/এবিএস