বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে ওয়াশব্লক!
৩০ বছর আগে স্থাপিত শহীদ মিনার ভেঙে নির্মাণ করা হচ্ছে ওয়াশব্লক
যশোরের মণিরামপুরে প্রায় ৩০ বছর আগে স্থাপিত শহীদ মিনার ভেঙে নির্মাণ করা হচ্ছে ওয়াশব্লক। উপজেলার কুশোরীকোনা-কামিনীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমনই ঘটনা ঘটেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
প্রধান শিক্ষকের দাবি, মাঠে পানি জমে থাকায় জায়গা সংকটে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বরাদ্দে ওয়াশব্লকটি নির্মাণ করা হচ্ছে। তবে শহীদ দিবসের আগেই নতুন করে শহীদ মিনার নির্মাণের আশ্বাস দিয়েছেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, মণিরামপুর উপজেলার কামিনীডাঙ্গা গ্রামের একই মাঠে কুশোরীকোনা-কামিনীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বালিকা বিদ্যালয় রয়েছে। এই মাঠে প্রায় ৩০ বছর আগে নির্মিত শহীদ মিনারে প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে শ্রদ্ধা নিবেদন করে আসছে শিক্ষার্থীরা। তবে এবার শহীদ মিনার ভেঙে ফেলায় বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন নিয়ে সন্দিহান হয়ে পড়েছে তারা।

কুশোরীকোনা-কামিনীডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান অভিযোগ করে বলেন, নিষেধ করার পরও প্রধান শিক্ষক আব্দুর রশিদ কর্ণপাত করেননি। তিনি শহীদ মিনার ভেঙে ওয়াশব্লক তৈরি করছেন। এজন্য তিনি ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, মাঠে পানি থাকায় জায়গা সংকটে ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের মতামতের ভিত্তিতে শহীদ মিনার ভেঙে ওয়াশব্লক করা হচ্ছে। খুব শিগগির নতুন করে একটি শহীদ মিনার করা হবে।
এ বিষয়ে মণিরামপুর ইউএনও নিশাত তামান্না বলেন, শহীদ মিনার ভেঙে ওয়াশব্লক তৈরির অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মিলন রহমান/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান