সাংবাদিকের ওপর হামলা
ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মেহেদী বহিষ্কার
স্বেচ্ছাসেবক দল ঈশ্বরদী উপজেলা শাখার সদস্যসচিব মো. মেহেদী হাসান
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দল ঈশ্বরদী উপজেলা শাখার সদস্যসচিব মো. মেহেদী হাসানকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পট অভিযোগের ভিত্তিতে স্বেচ্ছাসেবক দলের ঈশ্বরদী উপজেলা শাখার সদস্যসচিব মেহেদি হাসানকে দলের প্রাথমিক পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
আরও পড়ুন
- সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা
- প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারেক রহমানের নির্দেশনা
জানা যায়, বুধবার সুপ্রিম কোর্টে শেখ হাসিনার হত্যাচেষ্টা মামলার রায় ঘোষণা হয়। এ মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ৯ বিএনপি নেতাসহ ৪৭ বিএনপি নেতাকর্মীকে বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় ঘোষণা করেন। মামলার রায় ঘোষণার পর প্রেস ব্রিফিংয়ের প্রস্তুতির সময় হঠাৎ ঈশ্বরদীর বিএনপির নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়। হামলায় এটিএন বাংলার সাংবাদিক জাবেদ আখতারসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। এ ঘটনায় সাংবাদিকরা প্রেস ব্রিফিং বয়কট করেন।
ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ জাগো নিউজকে বলেন, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান আমাকে হোয়াটসঅ্যাপে মেহেদি হাসানকে বহিষ্কারের বিজ্ঞপ্তি দিয়েছেন। বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সুনির্দিষ্ট কারণ লেখা না থাকলেও আমার ধারণা ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মেহেদি হাসান জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হতে পারে।
শেখ মহসীন/এমআরএম