পাঁচদিনে রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারের দাম কমলো ২৩ কোটি টাকা
টানা পতন থেকে বেরিয়ে গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে কিছুটা ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। এমন ঊর্ধ্বমুখী বাজারেও বিপরীত পথে হেঁটেছে কিছু প্রতিষ্ঠান। দাম বাড়ার পরিবর্তে এসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। দাম কমার এ তালিকায় নেতৃত্ব দিয়েছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে দাম কমায় পাঁচদিনেই কোম্পানিটির শেয়ারের দাম সম্মিলিতভাবে ২৩ কোটি টাকার বেশি কমে গেছে।
বিনিয়োগকারীদের বড় অংশই এই প্রতিষ্ঠানের শেয়ার কিনতে খুব একটা আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই কমেছে এর শেয়ারের দাম। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষস্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটি।
গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১৭ দশমিক ৪৯ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ১১৬ টাকা ৬০ পয়সা। এতে এক সপ্তাহেই কোম্পানিটির শেয়ারের দাম সম্মিলিতভাবে কমেছে ২৩ কোটি ৩২ লাখ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৫৫০ টাকায়, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৬৬৬ টাকা ৬০ পয়সা।
শেয়ারের এমন দাম হলেও কোম্পানিটি বছরের পর বছর ধরে লোকসানে নিমজ্জিত। লোকসানে নিমজ্জিত হওয়ায় ২০১৮ সালের পর প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। এমনকি বর্তমানে কোম্পানিটির রিজার্ভও ঋণাত্মক অবস্থায় রয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির রিজার্ভ ২২ কোটি ৫৭ লাখ টাকা ঋণাত্মক। আর সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের ব্যবসায় শেয়ারপ্রতি কোম্পানিটির লোকসান হয়েছে ৭ টাকা ৫৬ পয়সা।
১৯৮৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির শেয়ার সংখ্যা মাত্র ২০ লাখ। এর মধ্যে ৫১ শতাংশ শেয়ার আছে সরকারের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৫ দশমিক ২১ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩ দশমিক ৭৯ শতাংশ শেয়ার আছে।
রেনউইক যজ্ঞেশ্বরের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল মার্কেন্টাইল ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৬ দশমিক ৬১ শতাংশ। ৬ দশমিক ৫৮ শতাংশ দাম কামায় পরের স্থানে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স।
এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা গ্লোবাল হেভি কেমিক্যালের ৬ দশমিক শূন্য ৬ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৫ দশমিক ৭৩ শতাংশ, দুলামিয়া কটনের ৫ দশমিক শূন্য ৪ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৫ শতাংশ, ঝিল বাংলা সুগার মিলের ৪ দশমিক ৯৭ শতাংশ, রিলায়েন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ৪ দশমিক ৮৫ শতংশ এবং শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ৪ দশমিক ৬৫ শতাংশ দাম কমেছে।
এমএএস/এএমএ