ব্যবসার পরিবেশ উন্নতিতে এ বছর গুরুত্ব দেওয়া হবে: বেজা চেয়ারম্যান
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, এ বছর প্রকৃত মৌলিক সংস্কারের পাশাপাশি ব্যবসার পরিবেশ উন্নতিতে গুরুত্ব দেওয়া হবে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে বেজা কার্যালয়ে অর্থনৈতিক অঞ্চলের অগ্রাধিকার ও পর্যায়ক্রমে, অফসাইট আন্তঃরাষ্ট্রীয় পরিকল্পনা ও উন্নয়ন প্রক্রিয়া বিষয়ক কর্মশালায় এ কথা বলেন তিনি।
আশিক চৌধুরী বলেন, দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আসে ১ বিলিয়ন ডলারের নিচে। এটা কালকেই ১০ বিলিয়ন হবে না। এখন হয়তো গত বছরের মতোই এফডিআই আসবে। আমাদের সংস্কার করে বিনিয়োগ আনতে হবে। আমরা চ্যালেঞ্জগুলোর সমাধানে কাজ করছি। আমাদের অনেকগুলো ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি আছে। তাদের মার্জ করে একটি এজেন্সি করার কথা বলেছি। কেন্দ্রীয় ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (আইপিএ) গঠনের পরিকল্পনা করছি আমরা।
সম্প্রতি জাপানে গিয়ে সেখানকার প্রায় ৩০ জন ব্যবসায়ীর সঙ্গে কথা হয়েছে জানিয়ে আশিক চৌধুরী বলেন, আমাদের গতানুগতিক প্রমোশন করলেই হবে না। জাপানে যখন বলা হয়েছে আমাদের বাংলাদেশে এখানে অনেক ভোক্তা আছে, তারা তখন আমাদের পাশের দেশ ভারতকে দেখায়। বলে সেখানে তো বাংলাদেশের চেয়ে বেশি ভোক্তা। তাহলে বাংলাদেশে কেন তারা বিনিয়োগ করবে? আমাদের এখন ব্যবসার পরিবেশ উন্নতিতে গুরুত্ব দিতে হবে। এটা করতে পারলে বিনিয়োগ নিয়ে আসা সহজ হবে।
বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, ওএসএস সেবার গতি বাড়াতে একটি সিঙ্গেল এন্ট্রি পয়েন্ট তৈরির কাজ হচ্ছে। যেখানে বিনিয়োগকারীরা একটি আইডি ব্যবহার করে সব আইপিএ থেকে সব ধরনের সেবা নিতে পারেন।
বিডা ও বেজা চেয়ারম্যান আরও বলেন, প্রাইভেট সেক্টরের জন্য আমাদের কোনো সংস্কার কমিশন নেই। আপনারা (ব্যবসায়ীরা) যেই কথা বলবেন, যে পরামর্শ দিবেন, সেটা নিয়ে কাজ হবে। এটাই সংস্কারের অংশ। আগামী ৫ বছর আমরা ৫-১০ টি সরকারি অর্থনৈতিক অঞ্চল ফোকস করে কাজ করবে। গত সরকার কিসের ভিত্তিতে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করার সিদ্ধন্ত নিয়েছিল সেটা বুঝতে পারছি না। এটা পরিকল্পিত ছিল না। আমরা এখন সক্ষমতার ভিত্তিতে অর্থনৈতিক অঞ্চল করছি। আমরা একটি কাঠামো রেখে যাব, যাতে পরবর্তী সরকার এসে একটি গাইডলাইন পায়। নতুন করে অর্থনৈতিক অঞ্চল করতে চাইলে সেটা যেন যৌক্তিক হয়।
কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মিস গায়েল মার্টিন। কর্মশালায় অন্যদের মধ্যে বেজার উর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা, বিনিয়োগকারীরা এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসএম/এএমএ/জিকেএস