ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

অনলাইনে আয়কর রিটার্ন সংশোধনের সুবিধা দিলো এনবিআর

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের পর করদাতাদের তথ্যে কোনো ভুল-ত্রুটি থাকলে তা অনলাইনেই সংশোধন করার সুযোগ দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর আইন ২০২৩ এর ১৮০(১) ধারা মোতাবেক মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে ১৮০(২) ধারায় সংশোধিত রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা।

যেসব করদাতা অনলাইনে মূল আয়কর রিটার্ন দাখিলের পর ভুল-ত্রুটির কারণে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে চান, তাদের জন্য অনলাইনে etaxnbr.gov.bd/ ওয়েবসাইট ব্যবহার করে ঘরে বসে সহজে সংশোধিত আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা চালু করেছে এনবিআর।

আরও পড়ুন

সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন বলেন, যারা আয়কর রিটার্ন সংশোধন অপশন ব্যবহারের জন্য অনলাইনে প্রবেশ করবেন তাদের অবশ্যই সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে।

এনবিআররের জনসংযোগ দপ্তর আরও জানায়, ২০২৪-২০২৫ করবর্ষে অনলাইনে etaxnbr.gov.bd/ ওয়েবসাইট ব্যবহার করে সহজে ঘরে বসে আয়কর রিটার্ন দাখিলে করদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এরই মধ্যে এ বছর নির্ধারিত সময়সীমার মধ্যে ১৪ লাখ ৩২ হাজার করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন এবং ১৮ লাখ ৭৫ হাজার করদাতা ই-রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

আরও পড়ুন

এনবিআর জানায়, আয়কর দিবস পরবর্তী সময়েও বছরব্যাপী অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সুবিধা এরই মধ্যে চালু করেছে এনবিআর। এ সুবিধা ব্যবহার করে করদাতারা প্রতিদিনই অনলাইন রিটার্ন দাখিল করছেন।

এসএম/এমকেআর/জেআইএম