এশিয়ান ডুপ্লেক্স টাউনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তৌকির-বিপাশা
এশিয়ান ডুপ্লেক্স টাউনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন টিভি ব্যক্তিত্ব তৌকির আহমেদ ও বিপাশা হায়াত। শনিবার (১৯ জুলাই) রাজধানী ঢাকার বনানীর অভিজাত হোটেলে রিয়েল এস্টেট প্রতিষ্ঠান এশিয়ান ডুপ্লেক্স টাউনের সাথে এই চুক্তি সই হয়।
চুক্তি অনুযায়ী টিভি ব্যক্তিত্ব তৌকির আহমেদ ও বিপাশা হায়াত ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে বিভিন্ন প্রমোশনাল কার্যক্রম ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন। চুক্তি স্বাক্ষর করেন এশিয়ান ডুপ্লেক্স টাউনের ম্যানেজিং ডিরেক্টর মীর আফছার আলী এবং তৌকির আহমেদ ও বিপাশা হায়াত।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান ডুপ্লেক্স টাউনের ডি.এম.ডি. মীর কাউছার আলী, সিনিয়র ই.ডি. চৌধুরী কামরুল আহসান, সিনিয়র ম্যানেজার ব্র্যান্ড সাকিব হোসেন অর্ক, বিজ্ঞাপনী সংস্থা প্রিয়ন্তীর সিইও মনোয়ার পাঠান এবং গ্রে অ্যাডভার্টাজিং এর গ্রুপ অ্যাকাউন্ট ডিরেক্টর আজাহার আলী চৌধুরীসহ এশিয়ান ডুপ্লেক্স টাউন এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইএআর/এমআরএম/জেআইএম