ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সাউথইস্ট ব্যাংকের পরিচালক পদ থেকে আলমগীর কবীরের পদত্যাগ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:১৮ পিএম, ২৩ জুলাই ২০২৫

সাউথইস্ট ব্যাংকের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন আলমগীর কবীর। গত ২০ জুলাই ব্যাংকের চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

বুধবার (২৩ জুলাই) ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যক্তিগত কারণ ও অসুস্থতার কথা উল্লেখ করে আলমগীর কবীর স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। পরিচালক হিসেবে দায়িত্ব পালনে তিনি অনাগ্রহ প্রকাশ করেছিলেন।

আলমগীর কবীর ২০০৪ সাল থেকে টানা দুই দশক সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে ব্যাংক পরিচালনার সময় নীতিনির্ধারণী পদ ব্যবহার করে ঋণ জালিয়াতি, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর ব্যাংকের পরিচালনা পর্ষদে রদবদল আসে। এরপর ২৯ সেপ্টেম্বর এম এ কাশেমকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়, যিনি ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও ছিলেন।

চেয়ারম্যান পদ ছাড়ার পরও আলমগীর কবীর পরিচালনা পর্ষদে সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন। এবার সেখান থেকেও তিনি সরে দাঁড়ালেন।

এদিকে, আলমগীর কবীরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) সাড়ে সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা তদন্তাধীন রয়েছে। এছাড়া শেয়ারবাজারে অনিয়মের দায়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাকে ১২ কোটি টাকা জরিমানা করেছে। একই ঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগমকে ৫ কোটি এবং জামাতা তুষার এল কে মিয়াকে আড়াই কোটি টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে পরিবারটির ওপর ১৯ কোটি ৫০ লাখ টাকার আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে।

ইএআর/এমএএইচ/জিকেএস